আপনি যদি নিজেকে প্রযুক্তি বিয়য়ে উপযুক্ত করে গড়ে উঠাতে চান, তাহলে সঠিক জায়গায় এসেছেন। কিভাবে নিজেকে গড়বেন তার সংক্ষিপ্ত বিবরণ নিন্মে দেয়া হল:
giittoo একটি শিক্ষামূলক ওয়েব সাইট হিসাবে কার্যক্রম শুরু করেছে ২০১৫ সন থেকে। এখানে বিভিন্ন প্রফেশনাল বিষয়ের উপর ট্রেনিং দেয়া হয়েছে। যারা সত্যিকারার্থে উদ্যোমী এবং নিজের জীবনকে সাজাতে ইচ্ছুক ও দেশের জন্য কিছু করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের এই উদ্যোগ।
যে সকল বিষয়ের উপর ট্রেনিং রয়েছে: Entrepreneurship, Freelancing, Computer Science, Software Development, Graphics Design, Business, Marketing and Communication, Forex, Product Development এবং অন্যান্য।
কোন একটি কোর্স গ্রহন করার পর যা যা পাবেন:
১. সম্পূর্ণ সবগুলি ভিডিও দেখার সুযোগ পাবেন।
২. যত আপডেট আসবে সবগুলি ভিডিও দেখতে পাবেন একবার কোর্সটি গ্রহনেই।
৩. কমিউনিটি সার্ভারে যুক্ত হয়ে সরাসরি কোর্সের শিক্ষক-কে যেকোন প্রশ্ন করা এমনকি ভিডিও কনফারেন্স করা যাবে।
৪. বিভিন্ন কুইজে অংশগ্রহন করে আপনার স্কিল যাচাই করা।
৫. এখানে PCM (Parallel Curriculum Model) ভিত্তিক কোর্স রয়েছে যা থেকে বিশ্বমানের শিক্ষা গ্রহন করতে পারবেন।
এখানে প্রতিটি বিষয়ের সাথে পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং উর্ত্তীর্ণ হবার পর যে ফলাফল পাবেন তা আপনার জীব-বৃত্তান্তে উল্লেখ করতে পারবেন। যাচাইয়ের সুযোগ রয়েছে যে আপনি সত্যিকারার্থে এখান থেকে কোর্সটি সম্পূর্ণ করেছেন কিনা। কোর্স চলাকালীন সময়ে অথবা শেষে এই লিংকে https://discord.gg/YAXNzvD যোগাযোগ করে যেকোন প্রশ্নে উত্তর (আপনার বিষয় ভিত্তিক) জানার সুযোগ রয়েছে।
যোগাযোগ করুন:
ফর্মটি পূরন করে পাঠিয়ে দিন আমাদের নিকট
Email: info@giittoo.com
Phone: +8801831077001