SEO
এসইও কি?
এসইও হল সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশ। পৃথিবীতে বেশ কিছু সার্চ ইজ্ঞিন রয়েছে যা দিয়ে কোন কিছু প্রয়োজন হলে সার্চ করা হয়ে থাকে। তম্যধ্যে গুগল হল একটি যা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। কোন কিছু খুঁজে বের করার জন্য গুগলের মত অন্যন্য সার্চ ইজ্ঞিন (Yahoo, Bing ইত্যাদি) দিয়ে আমাদের প্রয়োজন মিটিয়ে থাকি। কোন কিছু সার্চে দ্রুত খুঁজে বের করতে যেন পারে সে জন্য এই সমস্ত সার্চ ইজ্ঞিন -এ প্রয়োজনীয় ডাটা সাবমিট করা হয়ে থাকে এবং এতে করে ইনডেক্স হওয়া ডাটা বিশেষ এলগরিদমের মাধ্যমে রিলেটেড সাইট গুলোকে অতি স্বল্প সময়েই খুঁজে বের করে আমাদের সামনে উপস্থিত করে।
Tag:SEO